টিপু আলম মিলনের গল্পে ঈদের নাটক ‘লন্ডনী জামাই’

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘লন্ডনী জামাই’। ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা আল হাজেন। নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, আমিন আজাদ, শফিউল ইসলাম বাবু, কাঞ্চনসহ আরো অনেকে। বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের ৭ দিন রাত ৭ টা ৩০ মিনিটে।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‌‘ব্যস্ততার কারণে এবার ঈদে একটিমাত্র নাটকের গল্প দিয়েছি, তাহলো ‘লন্ডনী জামাই’। রাশেদ সীমান্ত ও অহনা রহমান দারুণ অভিনয় করেছে এতে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কারণ, গল্পের প্রয়োজনেই নাটকের লোকেশন হিসেবে বেছে নেয়া হয়েছে লন্ডন ও বাংলাদেশ।’

নাটকের গল্পে দেখা যাবে, রাকিবের বাবা এবং রোজির বাবা ছোটবেলার বন্ধু। রাকিবের বাবা গ্রামের সামান্য কৃষক হলেও রোজির বাবা এখন হাজার কোটি টাকার মালিক। তবে রোজির বাবা যে এত ধন সম্পদের মালিক হয়েছে তার পেছনে অবদান রাকিবের বাবারই। তাই রোজির বাবা তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার একমাত্র মেয়ে রোজিকে রাকিবের সাথে টেলিফোনে বিয়ের ব্যবস্থা করে। লন্ডনপ্রবাসী আধুনিকা রোজী বাবার মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয় কারণ, সে ভাবে, গ্রামের অশিক্ষিত মূর্খ ছেলে রাকিব, সে কি আর কোনদিন লন্ডন আসতে পারবে?

কিন্তু ঘটনা ঘটে ভিন্ন- রোজির বাবা রাকিবকে পাসপোর্ট ভিসা করে মেয়ের অজান্তে লন্ডনে পাঠিয়ে দেয়। লন্ডনে রাকিব হাজির হওয়ার সাথে সাথে রোজির মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। রোজি লন্ডনের যে হাই সোসাইটিতে বসবাস করে, যেখানে বন্ধুবান্ধব আর পার্টি তার নিত্যদিনের সঙ্গী, সেখানে এই গ্রাম্য গণ্ডমূর্খ রাকিবকে কিভাবে মেনে নিবে সে? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। রোজি রাকিবকে দিয়ে নানান কষ্টকর সব কাজ করানো শুরু করে, যাতে করে রাকিব বাধ্য হয়ে রোজিকে ছেড়ে বাংলাদেশে চলে যায়।

কিন্তু নাছোড়বান্দা রাকিব রোজির সব কথা শুনে। ঘটতে থাকে একের পর এক মজার সব ঘটনা। সবশেষে এক শিক্ষনীয় ঘটনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে নাটকের।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *