সাজা হওয়ার পর আপিলে ধর্ষণ মামলা থেকে খালাস আলভেজ

বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন দানি আলভেজ। ব্রাজিলের সাবেক ফুটবলারকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছিল স্পেনের একটি আদালত। সেই রায়ের বিরুদ্ধে দেশটির কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে জয়ী হলেন তিনি। আলভেজের শাস্তি বাতিল করে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলভেজের আপিলের পর মূল রায়ে ‘অসঙ্গতি’ ও ‘বৈপরীত্য’ খুঁজে পেয়েছেন হাইকোর্ট।

গত বছরের ফেব্রুয়ারিতে সাবেক এই বার্সা তারকাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। পাশাপাশি ভুক্তভোগীকে ১ লাখ ৫০ হাজার ইউরো দেওয়ার জন্যও তাকে নির্দেশ দিয়েছিলেন আদালত। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

তখন রায়ে বলা হয়েছিল, ‘ভুক্তভোগীর সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

এবার আলভেজের আপিলের ওপর রায়ে হাইকোর্ট জানিয়েছেন, ভুক্তভোগীর সাক্ষ্যে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে এবং তিনি যা বর্ণনা করেছেন তা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সাবেক এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন হাইকোর্ট। তাই এখন তার স্পেন ত্যাগ করতে কোনো বাধা নেই।

তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য ভুক্তভোগীর আইনজীবী এস্তার গার্সিয়া ও আলভেজের আইনজীবী ইনেস গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন ভুক্তভোগী।

ব্রাজিলের হয়ে দুটি করে কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপ জিতেছেন আলভেজ। গত বছরের মার্চ থেকে জামিনে মুক্ত আছেন তিনি। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আলভেজ বলে আসছেন যে, ঘটনায় দুজনেই সম্মতি ছিল।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *