প্রকাশিত:
গতকাল

রবিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যাডহক ম্যানেজিং বোর্ডে ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. তাসনিম আজিম। ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন মো. রেজাউল করিম।
বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে— মো. আফজালুর রহমান, অতিরিক্ত সচিব (অব.), ডা. মো. নাছির উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবং পরিচালক (হাসপাতাল প্রশাসন), বারডেম জেনারেল হাসপাতাল, ব্যারিস্টার তানিম হোসেন শাওন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ডা. আরেফিন অমল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এক্স-কান্ট্রি ডিরেক্টর, নূরা হেলথ বাংলাদেশ।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস। এই সময়ের মধ্যেই রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়মিত ম্যানেজিং বোর্ড গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এবং দুর্যোগ ও মানবিক কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে এই পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর রেড ক্রিসেন্ট সোসাইটির মাঠপর্যায়ের ত্রাণ, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।