রিয়াল মাদ্রিদের ৪ তারকার বিরুদ্ধে তদন্তে নেমেছে উয়েফা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ জয়ের বুনো উল্লাসে মাতায় উয়েফার তদন্তের মুখে পড়েছে রিয়ালের ৪ তারকা ফুটবলার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠা এসব ফুটবলার হচ্ছেন– কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবাইয়োস।

গত ১২ মার্চ দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো নিজেদের মাঠে নির্ধারিত সময়ে রিয়ালকে ১ গোল দেয়। অ্যাগ্রিগেটে ২-২ সমতা হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ গোলে দিয়েগো সিমিওনের দলকে হারিয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে উল্লাস-উদযাপনে মেতেছিল ভিনিসিয়ুস-এমবাপ্পেরা।

সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, উয়েফার কিছু অভিযোগের ভিত্তিতে নৈতিকতা ও শৃঙ্খলা পর্যবেক্ষণে নিয়োগ দিয়েছে। অযাচিত সেই কর্মকাণ্ডে জড়িত অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবাইয়োস। এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, সম্ভাব‍্য অশোভন আচরণের জন‍্য তদন্তের কেন্দ্রে আছেন রুডিগার, এমবাপ্পে, সেবাইয়োস ও ভিনিসিয়ুস। এ বিষয়ে শিগগিরই আরও তথ্য জানানো হবে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন রিয়ালের একাধিক খেলোয়াড়। যা তাদের জন্য বড় ‍দুশ্চিন্তার কারণ হতে পারে। কারণ সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে উয়েফার প্রতিযোগিতায়। ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল ও আর্সেনাল প্রথম লেগে মুখোমুখি হবে। নিষিদ্ধ খেলোয়াড় সেই ম্যাচে খেলতে পারবেন না।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *