প্রকাশিত:
২৩ অক্টোবর, ২০২৫

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, সেতুর পাটাতনের ওপর থেকে পানি সম্পূর্ণ সরে গেছে এবং ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সংস্কারের পর সেতুর বিভিন্ন অংশে রঙ করার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন জানিয়েছে, সংস্কার শেষে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এবার প্রবেশ টিকিটের মূল্য বাড়ানোর চিন্তা করছে সংস্থাটি। বর্তমানে ২০ টাকার টিকিট ৩০ টাকায় বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গেল ৩০ জুলাই কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত এই ঝুলন্ত সেতুটি সম্পূর্ণভাবে ডুবে যায়। দীর্ঘ ২ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার সকালে সেতুটি পানির ওপর ভেসে ওঠে। সাধারণত প্রতিবছর স্বল্প সময়ের জন্য সেতুটি পানিতে নিমজ্জিত হয়, তবে এবারই টানা প্রায় তিন মাস ধরে এটি পানির নিচে ছিল।