প্রকাশিত:
৪ অক্টোবর, ২০২৫
নিহত তন্ময় চন্দ্র দাস (৯) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে এবং অঙ্কিতা মনি দাস (৪) একই এলাকার প্রভাস মনি দাসের মেয়ে।
ঘটনার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকায় পরিবারসহ নদীতে যান তারা। নৌকাটিতে ১৮ জন যাত্রী ছিলেন। নদীর ঘাটে পৌঁছানোর পথে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে তাদের নৌকাটি উল্টে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে কিংবা অন্য নৌকার সাহায্যে নিরাপদে তীরে পৌঁছালেও তন্ময় ও অঙ্কিতা পানিতে ডুবে নিখোঁজ হন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে শুক্রবার অঙ্কিতার এবং শনিবার তন্ময়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তন্ময়ের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।