প্রকাশিত:
২০ অক্টোবর, ২০২৫

গ্রেপ্তারকৃতরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তারা বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বসবাস শুরু করলেও গোপনে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের সাথে জড়িত ছিলেন।
ভবনের ম্যানেজার জানান, ১৩ অক্টোবর ওই যুগল ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় রুম ভাড়া নেয়। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তারা। তবে ভাড়াটিয়াদের আচরণ ছিল সন্দেহজনক, তারা বাইরে বের হলে সবসময় হেলমেট পরে চলাফেরা করতেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারের আগের দিন তাদের বাসায় একজন আত্মীয় পরিচয়ে এসেছিলেন। তবে তারা যে এমন বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তা জানতেন না বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি ঢাকাভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট তাদের এক প্রতিবেদনে এই পর্ন তারকা যুগলের কর্মকাণ্ড প্রকাশ্যে আনে। এরপরই অভিযান চালিয়ে সিআইডি তাদের গ্রেপ্তার করে।