প্রকাশিত:
২০ অক্টোবর, ২০২৫

গত ৬ সেপ্টেম্বর বারিধারার একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার হন সেলিম প্রধান। সেদিন রেস্তোরাঁটি থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা জব্দ করা হয়। এ ছাড়া সাতটি সিসাস্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। পুলিশ জানিয়েছিল, বারিধারার ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে নেক্সাস ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় অবৈধ সিসা বার চালানো হচ্ছিল। সেটিও সেলিম প্রধানের।
আওয়ামী লীগ সরকার আমলে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছিল র্যাব। এরপর তাঁর বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার ‘হোতা’। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন।