এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
৮ আগস্ট, ২০২৫
ফাইল ছবি | ইনকিলাব
ক্রেতারা দাম বৃদ্ধির অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি থাকায় বাড়ছে দাম।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর রায়ের বাজার, কারওয়ান বাজারসহ ছোট বড় বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়। গেল রমজানে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের কারনে নিত্যপন্যের দাম কমতে থাকে, কিন্তু জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশে। তার আঁচ রয়ে গেছে চলতি আগস্টেও। বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে শাক-সবজিসহ অন্যান্য পণ্য পর্যাপ্ত পরিমাণে আসতে না পারায় রাজধানীর বাজারে বেড়ে গেছে দাম। সবজি বিক্রেতা আনিস বলেন, মাস খানেকের বেশি সময় ধরে চলা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকায় শাক-সবজি পানির নিচে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। যা প্রভাব ফেলেছে সরবরাহে। ফলে বাড়ছে দাম।
বাজারে প্রতিকেজি ঢ্যাঁড়শ ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০ টাকা, শসা ১০০ টাকা, গাজর ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, টমোটো ১৫০ টাকা ও আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়।
এদিকে বাজারে আরও বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ৭০-৭৫ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কোথাও প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ৮৫ টাকাও। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরায়ও বেড়েছে দাম।