প্রকাশিত:
৫ আগস্ট, ২০২৫
রাশিয়া থেকে জ্বালানি তেল কেন কিনে চলেছে ভারত, সেই প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সেই তেল খোলা বাজারে বিক্রি করে মোটা অংকের লাভ করছে ভারত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যুদ্ধাস্ত্র কত মানুষ মারছে, সে ব্যাপারে ভারতের কোনো মাথাব্যথা নেই, এমনও লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতের সমালোচনা করছে, অথচ তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে বলে উল্লেখ করেছে দিল্লি। নিজেদের সংশোধন না করে অন্যের ব্যাপারে নাক না গলাতে কড়াভাবে নিষেধ করে দেয় দিল্লি প্রশাসন।