প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর, ২০২৫
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাহলে লোকজন তো একটু গোস্সা করবেই।'
অর্থ উপদেষ্টা আরও বলেন, 'আমাদের দেশে অর্থায়নের ঘাটতি রয়েছে। অথচ সরকার নানা খাতে খরচ বাড়াতে চায়, যা বাস্তবতা বিবর্জিত। ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ দুই-ই কম। ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে তা ২৬ শতাংশ। ওরা কর দিয়ে সেবা পায়, আমরা কর দিয়ে ভোগান্তি পাই। তাই বারবার বলি—সেবা বাড়ান, তাহলে কর দেয়ার মানসিকতাও বাড়বে।'