প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর, ২০২৫
মঙ্গলবার রাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। দেরাদুনের ঐতিহ্যবাহী টপকেশ্বর মহাদেব মন্দির ও ভেতরের বিশাল হনুমান মূর্তি পানির নিচে চলে যাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। মন্দিরের পুরোহিত ও সন্ন্যাসীদের মতে, এতদিনে এমন দৃশ্য কখনো দেখা যায়নি। নবরাত্রির প্রাক্কালে এই দুর্যোগ মানুষকে আরও ভীত করে তুলেছে।
এবার শুধু পাহাড় নয়, সমতল ভূমিও বিপর্যস্ত। কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড সাহিব, গঙ্গোত্রী, যমুনোত্রীর ধ্বংসযজ্ঞের পর তার ছায়া নেমে এসেছে নৈনিতাল, রুদ্রপ্রয়াগ, চামলি, পাউরি, বাগীশ্বরী এমনকি দেরাদুনেও। বহু শ্রমিক ধসের কারণে আটকে পড়েছেন, এনডিআরএফ সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দেবভূমি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পুরোপুরি অবরুদ্ধ। হরিদ্বার থেকে দেরাদুনের রেলপথ আগে থেকেই বন্ধ ছিল, এবার বন্ধ হয়ে গেল মুসৌরি যাওয়ার রাস্তা। হৃষিকেশের সড়ক আর চন্দ্রভাগার পানি মিলে সব ডুবিয়ে দিয়েছে। গাড়ি, বাজার, ঘরবাড়ি সব ভেসে গেছে।