প্রকাশিত:
২৭ অক্টোবর, ২০২৫

রবিবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা ‘বুরেভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। মস্কো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল। পুতিন জানান, রাশিয়া এই ক্ষেপণাস্ত্রকে মোতায়েনের দিকে এগিয়ে নিচ্ছে।
ট্রাম্প বলেন, “ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তোমাদের উচিত যুদ্ধ শেষ করা। যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, এখন এটি চতুর্থ বছরে প্রবেশ করছে।” তিনি আরও যোগ করেন, “তারা জানে আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন রয়েছে। তাই তাদের তীরে যেতে এটিকে ৮ হাজার মাইলও যেতে হবে না।”
মার্কিন প্রেসিডেন্ট বারবার জানিয়েছেন যে, তিনি ইউক্রেনে যুদ্ধের অবসান চান। তার মতে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ‘সবচেয়ে ভয়াবহ যুদ্ধ’।
এর আগে রয়টার্স জানিয়েছে, যদি পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিলম্ব অব্যাহত রাখেন, তাহলে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “এটি জানবেন।”