প্রকাশিত:
গতকাল
.png&w=3840&q=75)
স্থানীয়সূত্রের দাবি, তার মালিকানাধীন একটি হাউজিং প্রকল্পে অনিয়ম ও জমি দখলেরঅনুসন্ধান করতে গিয়েই হামলার শিকার হন দুই সাংবাদিক।জানা যায় সাংবাদিক মৃদুল ইসলাম তাদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেখানে মোশাররফ হোসেনের কর্মী রা তাকে অকথ্যভাষায় গালাগালি শুরু করেন এবং গায়ে হাত তুলেন। পরবর্তীতে তাদের প্রতিবেদন এর বিষয়ে কোনপ্রকার কথা বলতে বা এ বিষয়েকোন প্রকার নিউজ না করার জন্যহুমকি দাওয়া হয়।
এদিকেড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ টাকাঘুষ গ্রহণের পাশাপাশি নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধান চলছে। দুদকের প্রাথমিক তথ্যে রাজধানীর শেওড়াপাড়া, কাফরুল ও ধানমন্ডি এলাকায়তার বিলাসবহুল তিনটি বাড়ির তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
তবেএসব অভিযোগের বিষয়ে এখনো ড. মোশাররফ হোসেনবা আইডিআরএ'র পক্ষ থেকেকোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।