প্রকাশিত:
২৬ অক্টোবর, ২০২৫

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮–এর রায়ের আলোকে গত ২৩ জুলাইয়ের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিআরপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।
দলটির প্রধান কার্যালয় ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা–১২০৪-এ অবস্থিত। নিবন্ধন নম্বর ৫৭ এবং দলটির জন্য ‘হাতি’ প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে।
এ বিষয়ে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নামও রিপাবলিকান পার্টি। সেই দলটির নির্বাচনী প্রতীকও ‘হাতি’।