প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর, ২০২৫
‘ক্রিকবাজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, নাকভি জোর দিয়ে বলেছেন, অনুষ্ঠানের মাধ্যমেই তিনি পদক ও ট্রফি দিতে চান। কিন্তু ভারতীয় বোর্ডের বর্তমান অবস্থানে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা কার্যত নেই। উপরন্তু, বেশিরভাগ ক্রিকেটার ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে, সময়, স্থান ও আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
ফাইনালের আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল, ভারত যদি জেতে তবে নাকভির হাত থেকে ট্রফি নেবে না। সেই সিদ্ধান্তেই অটল থেকেছে তারা। ভারতীয় বোর্ড জানিয়েছিল, প্রয়োজনে বিদেশি সাপোর্ট স্টাফদের দিয়েই পুরস্কার সংগ্রহ করা হোক। কিন্তু সে প্রস্তাবও গৃহীত হয়নি।
চ্যাম্পিয়ন হয়েও শিরোপা না পাওয়ার হতাশা লুকোননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেছেন, ‘‘ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন অদ্ভুত ঘটনা দেখিনি। তবে আমার কাছে দলের সতীর্থ ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছে ভারতই চ্যাম্পিয়ন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’’
এখানে উল্লেখ্য যে, ট্রফিটি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে রয়েছে।