প্রকাশিত:
২৪ অক্টোবর, ২০২৫

প্রথম ম্যাচে ১৩ বলে ২৬* রানের ক্যামিও খেলা রিশাদ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৪ বলে ৩৯* রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। বল হাতে সিরিজজুড়েই উজ্জ্বল ছিলেন রিশাদ। ৩ ম্যাচে শিকার করেছেন ১২ উইকেট। বল হাতে এমন ভেলকি দেখিয়ে এক রেকর্ডে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকেও পেছনে ফেলে দিয়েছেন রিশাদ।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১২ উইকেট শিকার করেলেন রিশাদ হোসেন। দ্বিপাক্ষিক ৩ ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডের মালিক আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে এই রেকর্ড গড়েন মুস্তাফিজ, যা ছিল তার আগমনী বার্তা। তালিকায় ১২ উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজার সাথে যৌথভাবে ৩য় স্থানে রয়েছেন রিশাদ।
শুধু স্পিনারদের হিসাব বিবেচনায় নিলে অবশ্য রিশাদই সবচেয়ে এগিয়ে। এই বিশ্বরেকর্ড গড়তে গিয়ে আরও দুই লেগি অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলেছেন বাংলার রিশাদ হোসেন। ১১ উইকেট নিয়ে জাম্পা এবং রশিদ যৌথভাবে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সর্বশেষ ওয়ানডে সিরিজেই ১১ উইকেট নেন রশিদ খান।
ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে সিরিজের তিন টি-টোয়েন্টি ২৭, ২৯ এবং ৩১ অক্টোবর।