প্রকাশিত:
৬ অক্টোবর, ২০২৫
দিনের শুরুতেই ভোট দেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচনী অভিজ্ঞতাটা তার জন্য একেবারেই নতুন, “আমি তো আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। যা দেখছি, সবই প্রথম লাগছে। যা বলার নির্বাচন শেষ হলে বলব।”
বুলবুল এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলে নির্বাচনের দিনেও তার উপস্থিতি ছিল সবার নজরে। বুলবুলসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের বোর্ডে যুক্ত হওয়ায় ক্রিকেট মহলে দেখা দিয়েছে নতুন প্রত্যাশা। সবাই এখন তাকিয়ে, মাঠের অভিজ্ঞতা এবার প্রশাসনিক টেবিলেও কতটা বদল আনতে পারে।
বিসিবির ইতিহাসে এবারই প্রথম এত সংখ্যক সাবেক ক্রিকেটার সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। কেউ প্রার্থী হিসেবে, কেউ ভোটার হিসেবে। নির্বাচন ঘিরে সকাল থেকেই হোটেল প্রাঙ্গণে ছিল প্রার্থীদের আনাগোনা, সমর্থকদের ভিড় আর গণমাধ্যমের ব্যস্ততা।
ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টার দিকে ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল। রাত ৯টার মধ্যে আনুষ্ঠানিকভাবে জানা যাবে নতুন পরিচালনা পর্ষদের নাম। এবার নির্বাচনের মধ্য দিয়ে ২৫ সদস্যের নতুন বোর্ড গঠন হবে, যার মধ্যে ২৩ জন নির্বাচিত ও ২ জন মনোনীত।