প্রকাশিত:
১ অক্টোবর, ২০২৫
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) এ মৌসুমে সাতজন পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা ছিল। একইভাবে বিপিএল, লঙ্কান প্রিমিয়ার লিগ ও আইএলটি২০’র মতো টুর্নামেন্টেও পাকিস্তানি খেলোয়াড়দের নিয়মিত দেখা যেত। কিন্তু হঠাৎ বোর্ডের সিদ্ধান্তে সেই দ্বার আপাতত বন্ধ হয়ে গেল।
পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সৈয়দ ২৯ সেপ্টেম্বর খেলোয়াড় ও তাদের এজেন্টদের উদ্দেশে বিজ্ঞপ্তি পাঠান। সেখানে বলা হয়, “চেয়ারম্যানের অনুমোদনক্রমে খেলোয়াড়দের বিদেশি লিগে অংশ নেওয়ার জন্য দেওয়া সব এনওসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।”
বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো কারণ না জানালেও শোনা যাচ্ছে, পারফরম্যান্স-ভিত্তিক মানদণ্ড চালুর প্রস্তুতিই নেপথ্যে আছে। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ও ঘরোয়া পারফরম্যান্সকে অগ্রাধিকার দিয়ে পরবর্তীতে এনওসি দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে কবে এই নিয়ম কার্যকর হবে বা কতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে, তা এখনো পরিষ্কার নয়।
এশিয়া কাপে পাকিস্তান ফাইনালে উঠলেও ভারতের কাছে তিনটি ম্যাচেই হার মানে তারা, যার মধ্যে প্রথম দুটি ছিল বড় ব্যবধানে। ফলাফল নিয়ে সমালোচনার ঝড় ওঠার পরই বোর্ড এমন সিদ্ধান্ত নিল। ফলে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিবিএল কিংবা বিপিএলে পাকিস্তানি তারকাদের দেখা না-ও যেতে পারে।