প্রকাশিত:
২৭ অক্টোবর, ২০২৫

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও রয়েছে সূচিতে, ফলে এই দুটি সিরিজই হবে বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতির প্রধান অংশ। সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসী বাংলাদেশ টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তান, শেষ চার সিরিজে টানা জয় তুলে নিয়েছে লাল-সবুজের দলটি।
ওয়ানডে ফরম্যাটেও ভালো সময় পার করছে টাইগাররা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে রেকর্ড জয়ের সুবাদে সিরিজ জয় নিশ্চিত করে তারা।
গেল বছর ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, যা এবারও তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে জয়-হারের সমতা ফেরাতে চায় লিটন দাসের দল, দুটি দল এতদিন ১৯ বার মুখোমুখি হয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় ৯টি, বাংলাদেশের ৮টি, আর দুটি ম্যাচ পরিত্যক্ত।
চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস, যা বাংলাদেশ শিবিরে বাড়তি উজ্জীবন এনেছে। সাম্প্রতিক পারফরম্যান্সে দুর্দান্ত ফর্মে আছেন টাইগারদের অধিনায়ক, শেষ ৭ ইনিংসে করেছেন ৩টি অর্ধশতক। তিনি বলেন, “এই দুই সিরিজ আমাদের জন্য বড় সুযোগ। ভালো পারফরম্যান্স বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে।”
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।