news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ অঙ্কন, বাদ নাঈম শেখ

Next.js logo

প্রকাশিত:

১৬ অক্টোবর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতার পর বদলের পথে হাঁটলো বাংলাদেশ দল। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মিশনে এবার ক্যারিবীয়দের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Thumbnail for ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ অঙ্কন, বাদ নাঈম শেখ
ইনকিলাব

দলে জায়গা পাননি ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা। অন্যদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রতিশ্রুতিশীল ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

এ ছাড়া ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার। ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সফরে না যেতে পারলেও এবার আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। চোটের কারণে অনুপস্থিত লিটন দাসের স্থলেই মূলত সুযোগ মিলেছে সৌম্যের।

অঙ্কনের ডাক পাওয়া একরকম প্রত্যাশিতই ছিল। বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স ও ঘরোয়া লিগে দাপুটে ব্যাটিংয়ের সুবাদে নজর কেড়েছিলেন তিনি। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হলেও এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি এই ২৬ বছর বয়সী ব্যাটার। এবার প্রথমবার ওয়ানডেতে সুযোগ পেয়ে জাতীয় দলে নতুন সূচনা করতে মুখিয়ে আছেন তিনি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ অঙ্কন, বাদ নাঈম শেখ