প্রকাশিত:
৩ অক্টোবর, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে জিততে হলে সিদরাহ আমিনকে ফেরানো জরুরি ছিল। শেষ চার ইনিংসে তার নামের পাশে ছিল দুটো সেঞ্চুরি আর একটি ফিফটি, গড় ছিল ৩৩০! সেই তাকে রানের খাতাই খুলতে দেননি মারুফা। দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেছেন তিনি। তার আগে ওপেনার ওমাইমা সোহেলকেও একই কায়দায় আউট করেছিলেন তিনি।
মূলত মারুফার এই ধারালো সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণের সামনেই ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। মারুফা এরপর আর উইকেট পাননি। নিখুঁত বোলিংয়ে পাকিস্তানকে চাপে রেখেছেন। আর তাতেই বাংলাদেশের জয়ের পথ তৈরি হয়ে গেছে। ম্যাচশেষে সেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে।
তার বোলিং দেখে মালিঙ্গা মুগ্ধ হয়েছেন রীতিমতো। বিশেষ করে সিদরাহ আমিনকে ফেরানোর বলটা চোখে লেগে আছে তার। মালিঙ্গা নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘নিখাদ স্কিল যাকে বলা চলে! তার নিয়ন্ত্রণটাও অসাধারণ। এ পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি এটা।’
বিষয়টা চোখে পড়েছে মারুফারও। তিনি কিছুক্ষণ পরেই সে পোস্টে গিয়ে লিখে এসেছেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, কিংবদন্তি!’
মারুফা আর বাংলাদেশের পরের চ্যালেঞ্জ এবার ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর গোহাটিতে হবে সে ম্যাচ।