প্রকাশিত:
২৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন নিশ্চিত করেছেন, ‘হামজা চৌধুরী ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ও আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ—দুইটিতেই খেলবে। তার ক্লাবের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে। টিকিট কেনা যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হওয়া পূর্ববর্তী হোম ম্যাচগুলোতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। ভারত ম্যাচেও একই রকম ভিড় হবে বলে আশা করছে বাফুফে।
এবারের বাছাইপর্বে আরও প্রতিযোগিতামূলক দল গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বিদেশি লিগে খেলা তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। হামজা চৌধুরীর পাশাপাশি রয়েছেন শমিত সোম, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ, যারা ইতোমধ্যেই নজর কেড়েছেন কোচিং স্টাফদের।
যদিও মূল পর্বে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ, তবে বাকি দুই ম্যাচে সম্মানজনক পারফরম্যান্সের প্রত্যাশায় আছে ভক্ত-সমর্থকরা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে এবং শেষ ম্যাচে সিঙ্গাপুরে অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য জামাল ভূঁইয়াদের।