প্রকাশিত:
২৩ অক্টোবর, ২০২৫

জয়টিও এসেছে পরাক্রশালী ব্যবধানে। ঈসা স্পোর্টস সিটিতে বাহরাইনকে ১০৬-১৭ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আগের দুই যুব আসরে পদক না পাওয়া বাংলাদেশ এবার ইতিমধ্যে দুইটি পদক পেয়েছে। ছেলেদের কাবাডিতে ৭ দল অংশ নিয়েছিল।
তৃতীয় হয়ে আসর শেষ করার শুরুটা সহজ ছিল না। প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৩-১৯ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ফিরতি দুই ম্যাচেই জয় পায় বাংলাদেশ। ৫৫-৪৮ ব্যবধানে ইরানকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩-৪০ ব্যবধান জয় পায় বাংলাদেশ।
টানা দুই জয়ের পর মুদ্রার উল্টো পিঠ দেখে বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে ৮৯-৪২ ব্যবধানে হেরে। শেষ দুই ম্যাচ জিতে ফাইনালে উঠতে না পারলও পদক ঠিকই নিশ্চিত করে বাংলাদেশ। আজ বাহরাইনের বিপক্ষে জয়ের আগে পাকিস্তানকে ৫৬-২৯ ব্যবধানে হারায় বাংলাদেশ।