প্রকাশিত:
৭ অক্টোবর, ২০২৫
গাজায় আটক বন্দিদের পরিবার সোমবার নরওয়ের নোবেল কমিটিকে আহ্বান জানিয়েছে, তাদের প্রিয়জনদের মুক্তির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। মঙ্গলবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
মিশরে ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার দিনে ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’—যা ইসরাইলের অধিকাংশ বন্দি পরিবারের প্রতিনিধিত্ব করে।
তারা এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের নাম শুক্রবারের পুরস্কার ঘোষণায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে তারা নোবেল কমিটিকে একটি চিঠি পাঠিয়েছে।