প্রকাশিত:
আজ ১:২৮ PM

শিক্ষাভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিটি যানবাহন ও পথচারীকেও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। আশপাশের এলাকায় মোবাইল টহলও বাড়ানো হয়েছে।
এদিকে শিক্ষার্থীরা এখনও শিক্ষা ভবনে পৌঁছায়নি। তারা নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন এবং সেখান থেকেই একযোগে শিক্ষা ভবনের দিকে রওনা দেবেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে। তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইন প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থীকে উদ্বেগে ফেলেছে।
গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত খসড়া আইনের ওপর মতামত গ্রহণ ও তিন দফা বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, আজকের কর্মসূচিতে পদযাত্রার পর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।
গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।