প্রকাশিত:
১২ অক্টোবর, ২০২৫

স্বামীর সঙ্গে হানিমুনে গিয়ে শ্রীলঙ্কার গালে শহর থেকে ‘হ্যাফপ্যান্ট’ পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শবনম ফারিয়া।ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় শুরু হয়। খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছিলেন শবনম ফারিয়া কিন্তু বিয়ের পর হানিমুনে গিয়ে হাফপ্যান্ট পরা ছবি জনসম্মুখে প্রকাশ করে নিজের ভণ্ডামি প্রকাশ করছেন এই অভিনেত্রী
ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর বিয়ে করেন আলোচিত এই মডেল ও অভিনয়শিল্পী। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেন শবনম ফারিয়া। নেটিজেনদের কাছে বহুল আলোচিত হয় তার এই বিয়ে। বিয়ের পর এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে জান এই তারকা দম্পতি।
হানিমুনের তোলা কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করলেও তার ‘হ্যাফপ্যান্ট’ পরা একটি ছবি পোষ্ট করার পর থেকেই সমালোচনার ঝড় শুরু হয়। অনেকেই বলছেন, মসজিদের বিয়ে করা করা ছিল তার নাটক। হাফপ্যান্ট পরা ছবিই তার আসল রূপ। কেউ কেউ বলছেন, শবনম ফারিয়াকে তোমারে শাড়িতে মানায়, মুসলিম নারী হয়ে তার হাফপ্যান্ট পরা ঠিক হয়নি। অভিনেত্রীর এমন ছবি দেখে ভক্তদের অনেকেই আঘাত পেয়ে তাকে বয়কটের ডাক দিয়েছেন।কেউ কেউ তাকে ‘ভিউ ব্যবসায়ী’ বলে কটাক্ষ করেছেন।
ফেসবুকে ফারিয়ার ভক্তরা তার খেজুর ছিটিয়ে মসজিদে বিয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এখন তারাই ফারিয়াকে কটূক্তি করছেন। অনেকেই বলছেন - দেশে ধর্মীয়তা দেখিয়ে বিদেশে গিয়ে নিজের আসল রূপ প্রকাশ করেছেন ফারিয়া। এটাকে নিছকই ভণ্ডামি হিসেবেই দেখছেন অনেকেই।
শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। বিয়ের এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর বিয়ে করেন শবনম ফারিয়া।