প্রকাশিত:
২১ অক্টোবর, ২০২৫

বলিউডের অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি তাঁর 'আসরানি' নামেই সারা বিশ্বে পরিচিত ছিলেন, সোমবার (২০ অক্টোবর, ২০২৫) বিকেলে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা, বিশেষত শ্বাসকষ্ট এবং ফুসফুসে জল জমার কারণে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর চার দিন আগে তাঁকে মুম্বাইয়ের জুহুর আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রাজস্থানের জয়পুরে ১৯৪১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা আসরানি, পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেন। তাঁর অভিনয় জীবনের স্বর্ণযুগ ছিল সত্তর দশক, যখন তিনি রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে বহু সফল ছবিতে কাজ করেন। তাঁর সবচেয়ে আইকনিক চরিত্রটি হলো ১৯৭৫ সালের ক্লাসিক ছবি 'শোলে'-এর অদ্ভুত জেলার, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে আছে।
অভিনয়ের পাশাপাশি তিনি ছয়টি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। আসরানির ব্যক্তিগত সহায়কের তথ্য অনুযায়ী, তাঁর ইচ্ছা ছিল যে তাঁর মৃত্যু যেন কোনো জনসমাগমের কারণ না হয়। সেই কারণে, তাঁর শেষকৃত্য সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের সান্তাক্রুজ শ্মশানে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন।