প্রকাশিত:
১৬ অক্টোবর, ২০২৫

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ১৫ টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রাম আঞ্চলিক কন্ট্রোল রুমের এক অপারেটর বলেন, দুইটার দিকে আগুন লাগার খবর পাই। ইপিজেড স্টেশন থেকে প্রথমে ৩ ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগ্রাবাদসহ বিভিন্ন স্টেশন থেকে আরও ১২টি ইউনিট যোগ দেয়। মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।