প্রকাশিত:
২ ঘন্টা আগে

বুধবার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এমন আশঙ্কার কথা জানান তিনি।
ডা. তাহের বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, এটাই জাতি আশা করে। জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে, কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন।
এ সময় নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল বলেছে-একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার।
এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।’
ডা. তাহের বলেন, জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে এর ব্যয় মেটাতে কিছু ফান্ড খরচ করলেও গণভোটের মাধ্যমে এটি প্রণয়ন করা উচিত। তার কথায়, জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়ে যাওয়াই শ্রেয় গণভোটের সাথে উচ্চ পর্যায়ে ‘পিআর’ বিষয়টিও জড়িত থাকা কারণে নির্বাচনের আগে এ সমস্যার সমাধান হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বর শেষের দিকে গণভোট করা যেতে পারে। যদি নভেম্বরে গণভোট না হয়, তাহলে ভবিষ্যৎ সকল নির্বাচনে এ নিয়ে চাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা জানান।