প্রকাশিত:
২৭ অক্টোবর, ২০২৫

সেখানে পর্তুগালের ডানপন্থী নেতা আন্দ্রে ভেনচুরার ছবি দেখা যাচ্ছে। পাশে লেখা রয়েছে 'ইস্তো নাও ও বাংলাদেশ', বাংলায় যার অর্থ করলে দাঁড়ায়— 'এটা বাংলাদেশ নয়'।
আন্দ্রে ভেনচুরা হলেন পর্তুগালের প্রধান বিরোধী দল 'শেগা'র একজন রক্ষণশীল নেতা। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে তার দল অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে জয়ী হতে চায় বলে খবর।
আন্দ্রে ভেনচুরার নির্বাচনের অন্যতম প্রধান ইশতেহার হলো 'ইস্তো নাও ও বাংলাদেশ' বা 'দিস ইজ নট বাংলাদেশ'। বাংলাদেশকে কটাক্ষ করে তার দল প্রচারণাও চালাচ্ছে বেশ কিছু দিন ধরে।
এ বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
একজন বাংলাদেশি এ নিয়ে বলেছেন, আন্দ্রে ভেনচুরা একজন বর্ণবাদী নেতা। আর পর্তুগিজরা ভাববাচ্যের চেয়ে সরাসরি কথা বেশি বোঝে। এ কারণেই হয়তো তিনি বিলবোর্ডটি করেছেন। তবে এ নিয়ে প্রচণ্ড প্রতিবাদ হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। আমরা যত দূর জেনেছি, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারও অবগত। এ বিষয়টির সুন্দর সমাধান হোক, এটাই প্রত্যাশা।