প্রকাশিত:
২০ অক্টোবর, ২০২৫

সংবাদ সম্মেলনে মুশতাক রিশাদের তুলনা টানলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের সাথে। তার ভাষায়, “রিশাদের বোলিং এখন অনেকটা রশিদের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমি চাই, রশিদ কিংবা আদিল রশিদের মতো আন্তর্জাতিক মানের স্পিনারদের সাথে ওর যোগাযোগ হোক, এটা ওর উন্নতির জন্য খুবই দরকারি।”
রিশাদ হোসেনের উত্থান যেন এক দমকা ঝড়ের মতো। খুব অল্প সময়েই তিনি বাংলাদেশের বোলিং আক্রমণে হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, সব ফরম্যাটেই বল হাতে জাদু ছড়াচ্ছেন এই তরুণ। এ বছর পাকিস্তান সুপার লিগে আলো ছড়ানোর পর আসন্ন বিগ ব্যাশেও তাকে দেখা যাবে বিদেশি লিগে বল ঘুরাতে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫০ ওয়ানডে ও ১২ টি–টোয়েন্টিতে বল করে ৭৭ উইকেট নিয়েছেন রিশাদ। এই পরিসংখ্যানই বলে দেয়, দেশের লেগস্পিন ঘাটতির যুগ শেষ হতে চলেছে।
তবে মুশতাক মনে করিয়ে দেন, সাফল্য সহজে আসেনি, “প্রথম ওয়ানডেতে উইকেটটা স্পিনারদের পক্ষে ছিল, কিন্তু ওর ৬ উইকেট নেওয়া মোটেও সহজ কাজ ছিল না। এমন চাপের মধ্যে থেকেও ও যেভাবে ঠাণ্ডা মাথায় বোলিং করেছে, সেটাই ওর সবচেয়ে বড় শক্তি।”
বাংলাদেশের স্পিন আক্রমণে এখন নতুন এক নাম, রিশাদ হোসেন। আর মুশতাক আহমেদের চোখে, তিনি হয়তো শিগগিরই পৌঁছে যাবেন রশিদ খানের পাশেই।