প্রকাশিত:
২৩ অক্টোবর, ২০২৫

একমাত্র ইনিংসে ৩৫৯ রান করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে যাওয়া আফগানিস্তান বুধবার থামল ১৫৯ রানে।
১ উইকেটে ৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে আফগানিস্তান। শুরুতেই ফিরে যান রাহমানউল্লাহ গুরবাজ। পেসার তানাকা চিভাঙ্গার লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে পুলের চেষ্টায় কট বিহাইন্ড হন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
লেগ স্টাম্পের বাইরের বলেই কিপারের গ্লাভসে ধরা পড়েন আফগানিস্তানের আরেক ব্যাটিং ভরসা ইব্রাহিম জাদরান। এনগারাভার বলে ফ্লিক করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন এই ওপেনার। দুই অঙ্ক ছুঁতে পারেননি অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি।
ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে পাল্টা আক্রমণ চালানো বাহির শাহ টিকতে পারেননি বেশিক্ষণ। ৩৩ বলে ৩২ রান করে মুজারাবানির শর্ট বলে শর্ট লেগে বেন কারানের হাতে ধরা পড়েন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৬ উইকেটে ১২৭ রান নিয়ে লাঞ্চে যায় আফগানিস্তান। সেখান থেকে ফিরে আর ৭ ওভারও টেকেনি সফরকারীদের ইনিংস।
ইসমাত আলমের পর শরাফউদ্দিন আশরাফকে ফিরিয়ে টেস্টে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পান এনগারাভা। পরে চার বলের মধ্যে খালিল গুরবাজ ও জিয়াউর রহমানকে বোল্ড করে দলের বড় জয় নিশ্চিত করেন মুজারাবানি।
৩৭ রানে ৫ উইকেট নিয়ে এই ইনিংসে জিম্বাবুয়ের সফলতম বোলার এনগারাভা। টেস্টে এই পেসারের আগের সেরা ছিল ৫৩ রানে ৪ উইকেট। মুজারাবানি ৩ উইকেট নেন ৪৮ রানে।
একমাত্র ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওপেনার কারান।