প্রকাশিত:
১৮ অক্টোবর, ২০২৫

শনিবার (১৮ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক শেই হোপ। ব্যাটারদের উইকেটের রহস্যের ফাঁদে ফেলতে চাননি তিনি। সন্ধ্যার পরে পড়া শিশিরের কথাও বিবেচনায় রেখেছিলেন। ব্যাটিংয়ে নেমেই ২.১ ওভারে ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ।
চাপে পড়া দলকে উদ্ধার করলেও শান্ত ও হৃদয় ধীর গতির ব্যাটিং করেন। তিনে নামা শান্ত ৬৩ বলে দুই চারের শটে ৩২ রান করে আউট হন। হৃদয়ের সাথে তার ৭১ রানের জুটি হয় তার। দলকে ভরসা দেওয়া হৃদয় ৯০ বলে ৫১ রান করেন। দলের রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করার আগেই সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে তিনটি চারের শট আসে।
অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে তিনটি চারের শটে ৪৬ রান করেন। তিনিও শুরুতে সময় নিয়ে খেলেছেন। বল খেলতে, উইকেটে সেট হতে অসুবিধা হয়নি তারও। কিন্তু রান করতে পারছিলেন না। স্লগে নিজের ফিফটির সাথে দলের রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন। শট খেলতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার।
এরপর নুরুল হাসান সোহান (১০ বলে ৯) ক্রিজে এসেই আউট হলে দুইশ’ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ছোট্ট দুটি ইনিংস খেলে ওই শঙ্কা দূরে করেন। ইনিংসের প্রথম দুটি ছক্কা মারেন লেগ স্পিনার রিশাদ। তিনি ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৬ রান করেন। তানভীর এক ছক্কায় ৯ রান করেন।