প্রকাশিত:
২৫ অক্টোবর, ২০২৫

ম্যাচের স্পন্সর প্রতিষ্ঠান রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো আগুস্তিন জানিয়েছেন, ফিফার অনুমতি পেতে দেরি হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ফিফার আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় এএফএর (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) সাথে আলোচনার পর নভেম্বরের পরিবর্তে পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আগুস্তিন আরও নিশ্চিত করেছেন, ম্যাচটি কেরালাতেই হবে, তবে নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছিল, আয়োজকদের প্রস্তুতি ও শর্তপূরণে ব্যর্থতার কারণে আর্জেন্টিনা নভেম্বর মাসে ভারতে আসছে না। এএফএর এক কর্মকর্তা বলেন, “আমরা মাঠ ও হোটেল পরিদর্শন করেছি, কিন্তু আয়োজকদের পক্ষ থেকে চুক্তি বারবার ভঙ্গ হওয়ায় নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। এখন নতুন করে পরিকল্পনা করছি।”
কেরালার ক্রীড়ামন্ত্রী আগেই ম্যাচটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন, একসময় তিনি বলেছিলেন খেলা বাতিল হয়েছে। পরে অবশ্য আগস্টে এএফএ নিশ্চিত করে যে আর্জেন্টিনা দল কোচিতে খেলতে আসবে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নভেম্বরের ম্যাচটি মার্চ ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।