প্রকাশিত:
১৯ অক্টোবর, ২০২৫

প্রথমে ব্যাট করে মাত্র ২০৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিন্তু বল হাতে রিশাদের দুর্দান্ত স্পেলে আফগানিস্তানকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দিয়ে ৭৪ রানের দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এই জয়ের মধ্য দিয়ে ২০২২ সালের ৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর মিরপুরে আবারও জয় পেল বাংলাদেশ। মাঝের সময়টা ছিল একেবারেই নির্জন, শেষ ১০৪৬ দিনে এই মাঠে মাত্র পাঁচটি ওয়ানডে খেলেছিল টাইগাররা, জয় ছিল একটিও না।
প্রায় দুই বছর পর (৬৯২ দিন) ওয়ানডে ক্রিকেটে মিরপুরে ফিরেই অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পেলেন স্বস্তির নিঃশ্বাস। আফগানিস্তানের বিপক্ষে আগের সিরিজের হোয়াইটওয়াশের ক্ষত মুছে দিয়ে এই জয় যেন ঘরের মাঠে আত্মবিশ্বাস ফেরানোর প্রথম সোপান।