প্রকাশিত:
১৮ অক্টোবর, ২০২৫

প্রথম ম্যাচে একাদশে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। তার সঙ্গী হিসেবে ইনিংস শুরু করবেন সাইফ হাসান। তাওহীদ হৃদয়, অধিনায়ক মেহেদী মিরাজ ও নুরুল হাসান সোহানের সাথে মিডল অর্ডারে আছেন নবাগত অঙ্কন। একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী। পেস আক্রমণে দায়িত্ব মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের কাঁধে, স্পিনে থাকছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।
এদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটেও এসেছে পরিবর্তন। নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার টমি হেমিং, যিনি গামিনি ডি সিলভার জায়গায় এসে কালো মাটির একটি নতুন ধরনের পিচ তৈরি করেছেন। এই উইকেট কতটা স্পিন সহায়ক হবে তা নিয়েই তৈরি হয়েছে নানা জল্পনা। বাংলাদেশ কোচিং স্টাফ বিশ্বাস করছে, এটি ঘূর্ণিকে সহায়তা দেবে। তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, এমন উইকেট তিনি আগে কখনও দেখেননি, যা তার দলকেও কিছুটা কৌতূহলে রেখেছে।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।