প্রকাশিত:
১৩ জানুয়ারী, ২০২৬

ভিডিওটিতে দেখা যায়, ওই বাংলাদেশি কর্মী অত্যন্ত বিনয় ও নম্রতার সঙ্গে এক হজযাত্রীকে নামাজ পড়ার জন্য নিজের ব্যক্তিগত জায়নামাজটি এগিয়ে দিচ্ছেন। সাধারণ এই আচরণের মধ্য দিয়ে যে বিশাল উদারতা প্রকাশ পেয়েছে, তা ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়- বাংলাদেশি কর্মীর এই মহতী উদ্যোগের বিষয়টি সৌদি আরবের পবিত্র মক্কা পৌরসভা বা মেয়রালিটির নজরে এলে তারা তাকে বিনয়, মমতা এবং ইবাদতকারীদের সেবায় একনিষ্ঠ আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ বিশেষভাবে সম্মাননা প্রদান করেছেন।
মক্কা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কর্মীর দৃষ্টান্তমূলক আচরণ পবিত্র মক্কা এবং মসজিদুল হারামের প্রকৃত মানবিক মূল্যবোধকেই ফুটিয়ে তুলেছে।
কর্তৃপক্ষ এই সাধারণ কর্মীর আচরণের প্রশংসা করে বলেছে, এটি মহানুভবতার একটি বিশুদ্ধতম উদাহরণ। ইবাদতকারীদের প্রতি তার এই নিঃস্বার্থ মমতা এবং মানবিক আচরণ পবিত্র স্থানের পবিত্রতাকে আরও মহিমান্বিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ভিডিওটি শেয়ার করে ওই কর্মীর সততা ও নিষ্ঠার প্রশংসা করছেন।
নেটিজেনদের মতে, পবিত্র ভূমিতে এমন ক্ষুদ্র ক্ষুদ্র মানবিক নিদর্শনই বিশ্বজুড়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। অনেকে ওই কর্মীর ভক্তি ও নিষ্ঠার প্রশংসা করে তাকে স্থায়ীভাবে পবিত্র মক্কায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।