প্রকাশিত:
৮ জানুয়ারী, ২০২৬

দেশের আকাশপথে আস্থার অন্যতম নাম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সাফল্যের সঙ্গে কার্যক্রমের ১৩ বছর পূর্ণ করে আগামীকাল ৯ জানুয়ারি (শুক্রবার) ১৪তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এই বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সংস্থাটি মাসব্যাপী টিকিটের মূল্যে ১৪ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নভোএয়ারের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত এই ছাড় আগামী এক মাস পর্যন্ত কার্যকর থাকবে। যাত্রীরা দেশের যেকোনো রুটেই এই সুবিধা ভোগ করতে পারবেন।
ছাড়ের পরিমাণ: টিকিটের মূল ভাড়ার (Base Fare) ওপর ১৪ শতাংশ ছাড়।
কিভাবে পাবেন: নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট কিনলে এই ছাড় পাওয়া যাবে।
অফারটি উপভোগ করতে নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয় করতে পারবেন। যাত্রীরা VQANNI14 প্রমোকোড ব্যবহার করে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকেও টিকেট ক্রয় করতে পারবেন।
২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইটের মাধ্যমে যাত্রা শুরু করেছিল নভোএয়ার। গত ১৩ বছরে সংস্থাটি দেশীয় এভিয়েশন সেক্টরে বেশ কিছু রেকর্ড গড়েছে।
নভোএয়ার ১৩ বছরে মোট ১ লাখ ৪২ বাজারেরও এর অধিক ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা প্রদান করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “নিরাপদ ভ্রমণ ও সময়ানুবর্তিতাকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়েছি। নানা প্রতিকূলতা জয় করে নভোএয়ার আজ যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে আমরা সেবার পরিধি আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আকাশপথে নিরাপদ ভ্রমণ এবং উন্নত যাত্রীসেবার যে মান নভোএয়ার বজায় রেখে চলেছে, তার ধারাবাহিকতায় ১৪তম বছরে এই বিশেষ ছাড় প্রবাস ও দেশি—উভয় ধরণের পর্যটকদের জন্য ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর অভ্যন্তরীণ নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।