প্রকাশিত:
২৪ ডিসেম্বর, ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে হামলার সময় জ্বলন্ত ভবনের সামনে কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়, বর্তমানে তিনি উত্তরায় বসবাস করেন।
পুলিশ সূত্র আরও জানায়, ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে হামলায় জড়িত হিসেবে শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার করে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া হামলার উসকানিদাতা হিসেবে আরও অন্তত ২০ জনকে শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেয়। একই রাতে ছায়ানট ভবন এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হামলার ঘটনায় গত রোববার রাতে প্রথম আলো এবং সোমবার সন্ধ্যায় ডেইলি স্টার তেজগাঁও থানায় পৃথক মামলা করেছে।