প্রকাশিত:
২৭ ডিসেম্বর, ২০২৫

শুক্রবার (২৬ ডিসেম্বর)এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।
পদ্মা সেতুর সাড়ে তিন বছর পদার্পনে টোল এবং ট্রাফিক পরিসংখ্যানের তথ্য তুলে ধরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, সেতু চালুর পর থেকে চলতি বছরের ২৫ ডিসেম্বর পর্যন্ত মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম বা ইটিসিএস যানবাহনসহ সর্বমোট পারপার করা হয়েছে দুই কোটি ২৯ লাখ ২২ হাজার ৬৭৫টি যানবাহন। এদিন পর্যন্ত সর্বমোট টোল আদায় হয়েছে দুই হাজার ৯৩৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ইটিসিএস যানবাহন ব্যতীত সর্বমোট টোল আদায় হয়েছে দুই হাজার ৯৩৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকা।
চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে এবং এ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
২০২২ সালের ২৫ জুন প্রমত্তা পদ্মা নদীর বুকে চালু হয় ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দেশের অন্যতম বৃহৎ পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি। প্রায় ৩ বছর ৬ মাসের এই আয়ের মাধ্যমে সেতু নির্মাণের ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতাও জোরালো হচ্ছে।