প্রকাশিত:
গতকাল

শবনম ফারিয়া জানান, গত ৫ জানুয়ারি থেকে তিনি গলার ব্যথায় ভুগছিলেন এবং সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি নিজের ওপর জোর করে কথা বলার চেষ্টা করেন, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর কণ্ঠনালীতে (Vocal Cord) তীব্র ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার ফলে তাঁর কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফারিয়া নিজেই তার অসুস্থতার কথা জানিয়েছেন। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি।
তিনি লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’
অভিনেত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা তাঁকে অন্তত এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময়ে কোনোভাবেই কথা বলা বা গলার ওপর চাপ প্রয়োগ করা যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
হঠাৎ এই অসুস্থতার কারণে পেশাগত জীবনেও বড় প্রভাব পড়েছে। ফারিয়া জানান, গলার সমস্যার কারণে তাঁকে বেশ কিছু পূর্বনির্ধারিত কাজ, টেলিভিশন নাটকের শুটিং ও বিজ্ঞাপনের ডাবিং বাতিল করতে হয়েছে। শুটিং ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারিয়া সুস্থ না হওয়া পর্যন্ত কাজগুলো স্থগিত থাকবে।
সরাসরি কথা বলতে না পারায় ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "আমি বর্তমানে কোনো ফোনকল রিসিভ করতে পারছি না। খুব জরুরি প্রয়োজনে দয়া করে টেক্সট মেসেজ পাঠান।" তাঁর এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
২০১৮ সালে শবনম ফারিয়া ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।