প্রকাশিত:
২৭ ডিসেম্বর, ২০২৫

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।ওইদিন জাহাজটিতে ১৯৪ জন পর্যটকের সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল।
আগুন লাগার সময় কোনো পর্যটক জাহাজে না থাকায় তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে নুর কামাল (৩৫), তিনি জাহাজের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন।নিহত নুর কামাল দ্যা আটলান্টিক ক্রুজ একজন স্টাফ ছিলেন এবং টেকনাফ হ্নীলার বাসিন্দা।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘাটে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্ত হয়েছে।
গত ১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন-কক্সবাজার রুটে জাহাজ চলাচল শুরু হয়। ১২টি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ৬টি জাহাজ কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে।