প্রকাশিত:
৩ জানুয়ারী, ২০২৬

নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। আগামীকাল রোববার (৪ জানুয়ারি) ঘোষণা করা হবে বেসরকারি পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওঠানামা এবং ডলারের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঘোষণায় কী পরিবর্তন আসে, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র নিশ্চিত করেছে যে, আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে। বিইআরসি ভবনে এই শুনানি ও ঘোষণা অনুষ্ঠিত হবে। সাধারণত প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে কমিশন।
গত কয়েক মাস ধরে এলপিজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ১২ কেজির সিলিন্ডারের দাম নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। রাজধানীর একজন গৃহিণী বলেন, "নতুন বছরের উপহার হিসেবে আমরা গ্যাসের দাম কমানোর আশা করছি। প্রতি মাসে দাম বাড়লে আমাদের বাজেট মেলাতে হিমশিম খেতে হয়।"
বিইআরসি দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে অনেক সময় সেই দামে গ্যাস পাওয়া যায় না বলে অভিযোগ দীর্ঘদিনের। ডিলার ও খুচরা বিক্রেতারা অনেক সময় নির্ধারিত দামের চেয়ে ১০০-১৫০ টাকা বেশি হাতিয়ে নেয়। ৪ জানুয়ারি নতুন দাম ঘোষণার পাশাপাশি এই বাজার তদারকির বিষয়ে কমিশন কী নির্দেশনা দেয়, সেদিকেও নজর থাকবে সবার।
বিইআরসি আরও জানিয়েছে, এলপিজির নতুন দামের পাশাপাশি একই দিনে অটোগ্যাসের সংশোধিত মূল্যও ঘোষণা করা হবে।