প্রকাশিত:
৯ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই দর আজ শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম—
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা
বাজুসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিনে সোনার দাম কিছুটা স্থিতিশীল এবং নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এছাড়া স্থানীয় বুলিয়ন মার্কেটে (পাকা সোনা) সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও নিয়মিত দাম পুনর্নির্ধারণ করা হয়।
এদিকে রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিয়ের মৌসুমে সোনার দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে গয়না কেনার সময় বাজুস নির্ধারিত মূল্যের সঙ্গে অন্তত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম মজুরি (প্রতি ভরিতে কমপক্ষে ৩,৪৯৯ টাকা) যোগ হবে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং ডলারের বিনিময়ের হারের ওপর ভিত্তি করে আগামী কয়েক সপ্তাহে সোনার দাম আরও ওঠানামা করতে পারে।