প্রকাশিত:
১৩ জানুয়ারী, ২০২৬

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ১৬তম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের মাঝে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সৌদি আরব থেকে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি অনুমোদিত হয়।
বর্তমানে দেশে বোরো মৌসুমের প্রস্তুতি এবং রবি ফসলের আবাদ চলছে। এই সময়ে ইউরিয়া সারের চাহিদা থাকে তুঙ্গে। বিসিআইসি-এর তথ্যমতে: দেশের অভ্যন্তরীণ কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় কম হওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হয়। বাফার গুদামগুলোতে সারের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে সরকার আগেভাগেই এই আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সারের সংকটের কারণে যেন উৎপাদন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এই ১৯১ কোটি টাকার বরাদ্দ।
ডলারের বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি সত্ত্বেও কৃষিকে অগ্রাধিকার দিয়ে এই অর্থ ছাড় করা হয়েছে। সরকার এই সার আমদানিতে বড় অংকের ভর্তুকি প্রদান করবে, যাতে কৃষকরা সরকার নির্ধারিত সুলভ মূল্যে সার সংগ্রহ করতে পারেন। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আমদানিকৃত এই সার ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশে পৌঁছাতে শুরু করবে।
সভায় সার ছাড়াও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।