প্রকাশিত:
২৬ ডিসেম্বর, ২০২৫

আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম এখন ৪০ থেকে ৬০ টাকার মধ্যে সীমাবদ্ধ। সরবরাহ বাড়ায় ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে এসেছে। তবে মানভেদে দু-একটি সবজির দাম এখনও ৬০ থেকে ৮০ টাকার ঘরে আটকে আছে। যা গত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটাই কম।
বর্তমানে বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা সাধারণ ক্রেতারা বলছেন, দীর্ঘদিন পর বাজারের থলে ভরতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে না। শীতের এই হিমেল হাওয়ার মতো সবজির দাম কমে আসাও তাদের দৈনন্দিন জীবনে কিছুটা প্রশান্তি বয়ে এনেছে। তবে সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ ও মাংসের চড়া বাজারে এখনই লাগাম পড়বে কি না, তা নিয়ে এখনো সংশয় কাটেনি।