প্রকাশিত:
১ জানুয়ারী, ২০২৬

নতুন বছরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (১ জানুয়ারি ২০২৬) থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন এ দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা ১১৪ টাকা, পেট্রলের দাম ২ টাকা কমে ১১৮ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত এক মাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল থাকা এবং আমদানির খরচ কিছুটা কম হওয়ায় এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, "স্বয়ংক্রিয় পদ্ধতিতে এখন থেকে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হবে। ফলে বিশ্ববাজারে দাম কমলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়বে।"
তেলের দাম কমার সাথে সাথে জনমনে বড় প্রশ্ন—পরিবহন ভাড়া কি কমবে? বিশেষ করে ডিজেলের দাম কমায় পণ্যবাহী ট্রাক এবং বাস ভাড়ায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে নতুন দামে তেল সংগ্রহ করতে দেখা গেছে গ্রাহকদের। কারওয়ান বাজারের একটি পাম্পে তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক বলেন, "নতুন বছরের শুরুতে এটি একটি বড় উপহার। তবে তেলের দাম যে হারে কমেছে, সেই হারে যদি বাজারে জিনিসের দামও কমতো তবে আমাদের জন্য আরও ভালো হতো।"
কোনো ফিলিং স্টেশন যদি সরকার নির্ধারিত নতুন দামের চেয়ে বেশি টাকা দাবি করে, তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।