প্রকাশিত:
১ জানুয়ারী, ২০২৬

সম্প্রীতি সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আয়-ব্যয়ের এই হিসাব প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।
বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বিদায়ী অর্থবছরে বিমানের আয়-ব্যয়ের সব সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
মুনাফার খতিয়ান: এক নজরে ২০২৪-২৫
মোট আয়: ১১ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রবৃদ্ধি ৯.৪৬%)।
নিট মুনাফা: ৭৮৫.২১ কোটি টাকা।
অপারেশনাল মুনাফা: ১ হাজার ৬০২ কোটি টাকা।
যাত্রী সংখ্যা: ৩৩ লাখ ৮৩ হাজার (৩১টি গন্তব্যে)।
কার্গো পরিবহন: ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন (আয় ৯২৫ কোটি টাকা)।
বিমানের এই রেকর্ড মুনাফার পেছনে বেশ কিছু কৌশলগত কারণ উল্লেখ করেছে কর্তৃপক্ষ:
১. কার্গো আয়ে বড় উল্লম্ফন
২. খরচ সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ
৩. যাত্রী সেবার মান উন্নয়ন
৪. গ্রাউন্ড হ্যান্ডেলিং
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি গত ৫৪ বছরে সরকার থেকে কোনো ভর্তুকি নেয়নি। আগামীতে বিমানের বহরে আরও আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজ যুক্ত করা এবং নতুন ও লাভজনক আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা রয়েছে। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে টিকিট বুকিং ও চেক-ইন প্রক্রিয়াকে আরও সহজ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিমান।
এর আগে আগস্ট মাসে অনিরীক্ষিত হিসাবে মুনাফার অঙ্ক আরও বেশি দেখানো হলেও, চূড়ান্ত নিরীক্ষা (Audit) শেষে নিট মুনাফা ৭৮৫.২১ কোটি টাকা হিসেবে অনুমোদিত হয়েছে।