প্রকাশিত:
২৩ নভেম্বর, ২০২৫
.jpeg&w=3840&q=75)
রোববার সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাকৃবির জব্বার মোড়ে রেলপথ অবরোধ করে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন শিক্ষার্থীরা। বর্তমানে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।
এর আগে শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একই দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছিলেন। পরে রাত ৮টায় প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রবেশপত্র পুড়িয়ে অবরোধ তুললেও রাত ১১টার দিকে যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে তারা আবারও রেললাইনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর রাত ১২টার দিকে তারা রেললাইন থেকে সরে যান।